Khoborerchokh logo

গাজীপুরে অপহৃত উদ্ধার,গাড়ীসহ ৫ সক্রিয় সদস্যদের আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ 427 0

Khoborerchokh logo

ছবিতে বসে থাকা ব্যক্তিকে উদ্ধার

রনি আহমেদ:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানাধীন বিসিক এলাকার গার্মেন্টস কর্মী রহিম বাদশা।এক সময়ের সহকর্মী আফজালের মাধ্যমে সাব কন্ট্রাক্টের কাজের অর্ডার আছে বলে গত ২৪/০৮/২০২১ খ্রিস্টাব্দে কড্ডা ব্রীজের পশ্চিম পাশে ময়লা স্তুপের পাশ হতে সাদা রংয়ের হাইয়েস গাড়ি দ্বারা  অপহৃত হয় রহিম বাদশা।
অপহরনকারী চক্র ভিকটিমের মোবাইল দিয়ে কল করে এবং নির্যাতনের ভিডিও করে লক্ষাধিক টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিমের আত্মীয় স্বজন তিনবারে ৩০ হাজার টাকা প্রদান করে।
জিএমপি,কোনাবাড়ী থানার মামলা রুজুর ০৫ ঘন্টার মধ্যে সুভাশীষ ধর,সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ি জোন) এর নেতৃত্বে কোনাবাড়ী থানার অভিযানে গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে ভিকটিম রহিমকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী ০৫ জন আসামীকে গ্রেফতার এবং অপহরনের কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ী ও  নির্যাতনের ভিডিও রেকর্ডের কাজে ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলোঃ-১।মোঃ আফজাল হোসেন (৪৩) মাতা  মৃত হাছিনা বেগম,পিতা মোঃ মনির হোসেন,সাং-নেওয়ারগাছা ২।মোঃ সোহেল রানা(২২,পিতা মোঃ হারেজ আলী,মাতা মোছাঃ সেলিনা বেগম,সাং ডুবাইল ৩।মোঃ আছাদুল ইসলাম(৩০),পিতা-মৃত সাইদুল ইসলাম,মোছাঃ আছিয়া বেগম,সাং চৌবাড়ীয়া ৪।মকবুল হসেম রনি(২৯),পিতা-মৃত জাবেদ আলী,মাতা আছিয়া বেগম,সাং চৌবাড়ীয়া ৫।মোঃ বাবু হোসেন(২০),পিতা মোঃ বকুল মিয়ামাতা মজিরন বেগম,সাং চৌবাড়ীয়া,সর্ব থানা ও জেলা টাঙ্গাইল।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com